হুমকি ফোন বিমান হাইজ্যাকের, কলকাতা বিমানবন্দরে জারি হল নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা বিমানবন্দরে বিমান অপহরণের হুমকি এল আফগানিস্তানে তালিবান দৌরাত্ম্যের মধ্যেই৷ তার জেরে গোটা বিমানবন্দর চত্বরও মুড়ে ফেলাও হল এমনকি নিরাপত্তার চাদরে৷ সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনও রকম ফাঁকফোকড় না-থেকে যায়, নিশ্চিত করা হচ্ছে এমনকি সেই ব্যাপারেও৷ হুমকি ফোনটি কোথা থেকে এল, কলকাতা পুলিশ তার তদন্তও শুরু করেছে৷ বিমানবন্দর সূত্রে জানা গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে বুধবার সন্ধে ৬ .৩০ টার সময়৷ ফোন করে সে হুমকি দেয় যে, হাইজ্যাক করা হবে এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে৷

এই প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার স্টেশন ম্যানেজারকে ফোন করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান অপহরণের হুমকি দেয় স্থানীয় এক ব্যক্তি৷ এয়ার ইন্ডিয়ার আধিকারিকরা এই হুমকি ফোনের কথা জানান অসামরিক বিমান পরিবহণের নিরাপত্তা বিভাগ ও স্থানীয় পুলিশকে৷ স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এমনকি অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তির বিরুদ্ধেও৷ প্রাথমিক তদন্তের পর দেখা যায় যে ব্যক্তি ফোন করেছিল, মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *