‘CBI-ED খাঁচার টিঁয়াপাখি , প্রভু যা বলে তাই করে’, কেন্দ্রকে কার্যত তুলোধনা মন্ত্রী শোভনদেবের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সিবিআই বা ইডি হচ্ছে কেজড প্যারোট। প্রভু যা বলে, তাই করে। কিছু প্রমাণ করতে পারে না।’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই দাবি করেছেন রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আরজি কর কাণ্ডের তদন্তে নেমে ৯০ দিনের মধ্যেও সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি সন্দীপ ঘোষদের নামে। তা নিয়েও কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সিবিআইকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

মন্ত্রী স্বপন দেবনাথকে পাশে নিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “আমার কেন্দ্রে বড় হওয়া একটি মেয়ে সে ডাক্তার, ধর্ষিতা হল, মারা গেল। তাই নিয়ে কত কিছু হল। আমি গেছি, মমতা গেছে ওদের বাড়িতে। বলা হল, সিবিআই চাইলে সিবিআই হবে। কোর্ট চাইল। তাই হল। এর মধ্যে ১০০ দিনে আমাদের রাজ্যের পুলিশ দুটি ফয়সালা করে ফেলল। চার্জশিট হল। একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন হল। আর সিবিআইয়ের অবস্থা দেখছেন তো।”

শোভনদেব আরও বলেন, “মন্ত্রী দাবি করেন আমরা তো পারি। সিবিআই পারল না। একটার পর একটা বেল হয়ে যাচ্ছে। চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না। সবাই খালাস হয়ে যাবে। আসলে সিবিআই সম্পর্কে গোপালকৃষ্ণ যা বলেছিলেন, সি বি আই বা ইডি হচ্ছে কেজড প্যারোট। প্রভু যা বলে, তাই করে। কিছু প্রমাণ করতে পারে না।”

মন্ত্রীর কথায়, “এই তো কয়েকদিন আগে ডাক্তারদের আন্দোলন হল। কত অপপ্রচার। কতগুলো লোককে বসিয়ে দেয়। তারা আমাদের গালাগাল করে। এগুলো পরিকল্পিত। আসলে দিল্লির হাতে অনেক টাকা আছে। ওই চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। তবে এতে কিছু হবে না। লোকসভা জিতেছি। বাংলার মানুষ মমতার কথা বোঝেন। ২৬ এর বিধানসভাও জিতব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *