লক্ষ মানুষের ভিড় কুম্ভমেলায়! করোনা সংক্রমিত হল ১২০ জন পুণ্যার্থী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হাজার হাজার মানুষ রাত জেগে গঙ্গায় পূণ্যস্নান সারলেন করোনাকে একরকম বুড়ো আঙ্গুল দেখিয়েই ৷ বহু ভক্তের মুখে ছিল না এমনকি কোনো মাস্ক, মানা হয়নি কোনও সামাজিক দূরত্ব বিধিও৷ দেশজুড়ে যে ভাবে দিনদিন বাড়ছে কোভিডের সংক্রমণ। তাতে কুম্ভমেলার এই জনসমাবেশ সুপার স্প্রেডার হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। এদিকে ইতিমধ্যেই করোনা সংক্রমণ মিলেছে কুম্ভ মেলায় অংশ নেওয়া ১০২ জনের শরীরে। এর ফলে প্রশাসনের কপালে গভীর চিন্তার ভাঁজ কুম্ভ মেলা নিয়ে।

প্রসঙ্গত, কুম্ভের মেলায় কয়েক লাখ ভক্তের সমাগম হয়েছে ১২ তারিখ শাহি স্নানে যোগ দিতে৷ যেটা মূলত নিয়ম বিরোধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরও৷ তবে ভক্তদের অনেকে বলছেন, তবে প্রশাসন পুণ্যার্থীদের হরিদ্বারে প্রবেশ করতে দিচ্ছে কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই৷ কাজেই আর কোনো সম্ভাবনা নেই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর ৷এদিকে বিশেষজ্ঞদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ আরও বাড়িয়ে দিচ্ছে ধর্মীয় অনুষ্ঠান এবং নির্বাচনী প্রচারগুলিতে উপচে পড়া মানুষের ভিড়৷ সংক্রমণের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বারের কুম্ভ মেলায় লক্ষ মানুষের সমাগম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *