CHO নিয়োগ চলছে রাজ্য স্বাস্থ্য দফতরে আর বিলম্ব না করে আবেদন করে ফেলুন আজই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নতুন বছরে শূন্য পদ তৈরি হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে। কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ৩ জানুয়ারি। সেই পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগের কথা জানানো হয়। এখনও পর্যন্ত চলছে সেই আবেদন প্রক্রিয়া। আবেদনে শূন্য পদগুলির জন্য আবেদন জানাতে পারেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা । তবে তার আগে অবশ্যই আবেদনের যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, বেতন , আবেদন মূল্য সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

পদ : কমিউনিটি হেলথ অফিসার

শূন্য পদ : ১১০০ টি

বেতন : প্রতিমাসে দেওয়া হবে ২০ হাজার টাকা বেতন। এছাড়াও থাকবে ৫ হাজার টাকা ইনসেন্টিভ

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীকে রাজ্য বা কেন্দ্রের যে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করতে হবে । একই সঙ্গে থাকতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধন শংসাপত্র।যারা আবেদন করবেন তাদেরকে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে । একইসঙ্গে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকা চাই।

বয়স সীমা : এই চাকরির জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়সী আবেদনকারী আবেদন জানাতে পারেন । তাদের বয়স হিসাব করা হবে ১ এক জানুয়ারি ২০২৩ অনুযায়ী

নিয়োগ পদ্ধতি : উপযুক্ত চাকরিপ্রার্থীদেরকে বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন ফি : যারা এসসি, এসটি কিংবা পি ডব্লিউ ডি শ্রেণিভুক্ত তাদেরকে ৫০ টাকা আবেদন ফি দিতে হবে । আর জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ।

আবেদনের শেষ তারিখ : ৯ জানুয়ারি ২০২৩

আবেদন পদ্ধতি :

আগ্রহী আবেদনকারীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ যেতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর পাওয়া যাবে একটি লগইন আইডি পাসওয়ার্ড।তা দিয়ে লগইন করার পর নিজের প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।অনলাইন মাধ্যমে কাস্ট অনুযায়ী আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিতে হবে আবেদন পত্রটি। বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন রাজ্যস্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *