DYFI-এর এক বিশাল মিছিল স্যালাইন-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হল মীনাক্ষীদের বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্যালাইন-কাণ্ডের প্রতিবাদে এবার মেদিনীপুরে মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি-তর্কাতর্কিতে জড়ালেন DYFI সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলো পুলিশ। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন-কাণ্ডের প্রতিবাদে এবার মিছিল করতে গিয়ে জামিন অযোগ্য ধারায় মামলা হল মীনাক্ষী মুখোপাধ্যায়দের বিরুদ্ধে। স্যালাইন-কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরে মিছিল করে DYFI। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল থেকে স্যালাইন কাণ্ডের উপযুক্ত তদন্ত এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। মেদিনীপুর শহরের পঞ্চুরচ চক থেকে রিং রোড হয়ে জেলাশাসকের অফিস চত্বরে পৌঁছোয় প্রতিবাদ মিছিল।

পুলিশ মিছিল আটকালে তুমুল ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় ডিওয়াইএফআই কর্মীদের। অবৈধ জমায়েতের অভিযোগ তোলে পুলিশ। বাম ছাত্র-যুবদের মিছিল আটকে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধেও গালিগালাজ, ধস্তাধস্তি, ইট-পাটকেল ছোড়ার মত গুরুতর অভিযোগ আনা হয়েছে ডিওয়াইএফআইয়ের তরফেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।”

উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিতের স্যালাইন দেওয়ার পরেই একে একে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এক প্রসূতির মৃত্যু পর্যন্ত হয়েছে। অসুস্থ তিনজনকে পরবর্তী সময়ে এসএসকেএম হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। অভিযোগ ওঠে , মেদিনীপুর মেডিক্যালে নিম্নমানের স্যালাইন দেওয়ার জেরেই পরপর প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে জুড়ে। স্বাস্থ্য দপ্তরও রীতিমতো অস্বস্তিতে পড়ে যায়। অবশেষে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে বিশেষ দলও পাঠায় স্বাস্থ্য ভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *