‘SIR’ আতঙ্কে’ আত্মঘাতী ভুবনচন্দ্রের বাড়িতে এলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বার্তা দিলেন ‘SIR’ নিয়ে আতংকিত না হওয়ার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: ‘SIR’ আতঙ্কে’ আত্মঘাতী ভুবনচন্দ্রের বাড়িতে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজগঞ্জের তৃণমূল নেতৃত্ব।ভুবনচন্দ্রেরবাড়িতে গিয়ে দেখা করেন ঋতব্রত বন্দোপাধ্যায়, তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ঋতব্রত বন্দোপাধ্যায়। এদিন তিনি জানান আমাদের কাছে এটা একেবারে লজ্জার যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে, কি দোষ করেছিলেন? তার অপরাধ কোথায়? তার পরিবারের দায়িত্ব কে নেবে? আজকে যে এই ঘটনা ঘটে গেল কিভাবে এই ঘটনাকে সহ্য করা যাবে। আজকে একের পর এক ঘটনা ঘটে চলেছে, কেন্দ্র এবং নির্বাচন কমিশন দায়িত্ব নিক। এদিন গোটা গ্রামের মানুষের সাথে কথা বলেন ঋতব্রত বন্দোপাধ্যায়। তিনি জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের পাশে আছেন, আমাদের কোনো ভয় নেই। আপনারা সবাই জেনে নিন তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *