WHO-এর নাম করে ১ কোটির সাইবার প্রতারণা, গ্রেফতার হল দুই নাইজেরিয়ান সহ এক ভারতীয় যুবতী
বেস্ট কলকাতা নিউজ : সাইবার জালিয়াতি নিয়ে মানুষ যতই সচেতন হতে শুরু করেছেন, ততই যেন প্রতারণার নতুন পথ খুলছেন প্রতারকরা ৷ সম্প্রতি কলকাতা পুলিশের কাছে দায়ের হওয়া একটি সাইবার প্রতারণার অভিযোগ থেকে এমনটাই মনে হওয়া স্বাভাবিক ৷ কারণ, এবার বিশ্বস্বাস্থ্য সংস্থা (ওয়ার্ড হেলথ অরগানাইজেশন বা হু)-র নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ এক্ষেত্রে টাকার অঙ্কটাও নেহাত কম নয় ৷ প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে৷ তবে এর মধ্যে স্বস্তি একটাই ৷ এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ তিনজনের মধ্যে দু’জন আবার নাইজেরিয়ার নাগরিক ৷ ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি স্মার্টফোন, ল্যাপটপ-সহ আরও অনেক কিছু উদ্ধার করেছে কলকাতা পুলিশ ৷

এদিকে লালবাজার সূত্রের খবর, চলতি বছরের মে মাসে লালবাজারের সাইবার সেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী । ওই ব্যবসায়ীর অভিযোগ, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার নাম করে তাঁকে ফোন করা হয় । তাঁর বিশ্বাস অর্জন করতে বিভিন্ন ভুয়ো নথিপত্রও পাঠানো হয় । তারপর তাঁর থেকে কয়েক ধাপে প্রায় সব মিলিয়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা ।
তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । প্রথমেই তারা ব্রিটেনের কিছু হোয়াটসঅ্যাপ নম্বরের সন্ধান পান । মোবাইল থেকে ওই হোয়াটসঅ্যাপ নম্বরগুলি ব্যবহার করা হচ্ছিল ৷ তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানা যায় যে নম্বরগুলি নাইজেরিয়া থেকে ব্যবহার করা হচ্ছে ৷ তবে সেগুলি দিল্লিতে অ্যাক্টিভ রয়েছে ৷ পুলিশের দাবি, এই অপরাধের মোডাস-অপারেন্ডিতে পাকাপোক্ত ভাবে নেমেছিল অভিযুক্তরা । নিজেদের ডেরা গোপন রাখতেই ভিপিএন ব্যবহার করত জালিয়াতেরা।