অনুপ্রবেশের চেষ্টা, পুঞ্চে ভারতীয় সেনার গুলিতে নিকেশ হল ২ জঙ্গি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অপারেশান মহাদেবের সাফল্যের পর ফের সফলতা ৷ অনুপ্রবেশের সময়ে দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা ৷ কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা ৷ নজরে আসতেই গুলি চালাতে শুরু করে নিরাপত্তাবাহিনী ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে প্রাণ যায় ২ জঙ্গির ৷ উল্লেখ্য, দু’দিন আগেই উপত্যকায় অপারেশন মহাদেব অভিযানে ৩ জঙ্গিকে নিকেশ করেছেন ভারতীয় সেনার জওয়ানরা ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্য়মন্ত্রী অমিত শাহ জানান, পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল নিহত জঙ্গিরা ৷ কয়েক ঘণ্টার ব্যবধানে ফের সফলতা ৷

ভারতীয় সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ জানিয়েছে, এদিন পুঞ্চ এলাকায় কাঁটাতারের টপকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল সন্দেহজনক দুই ব্যক্তি ৷ বিষয়টি নজরে আসতেই তাদের আটকানোর চেষ্টা করেন জওয়ানরা ৷ জওয়ানদের দেখে গুলি চালাতে শুরু করে ওই দুই ব্যক্তি ৷ পাল্টা জবাব দেয় সেনা ৷ এদিনের এই অভিযানকে ‘অপারেশন শিবশক্তি’ হিসেবে নামকরণ করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *