অন্ধ্রের কন্যা করুণার অবিশ্বাস্য সাফল্য, অন্ধ হয়েও ভারতের জার্সিতে বিশ্বকাপে তাক লাগিয়ে দিলেন নির্বাচকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বিশাখাপত্তনম : অন্ধ্রপ্রদেশের ১৫ বছর বয়সী পাঙ্গি করুণা কুমারী প্রমাণ করে দিলেন—দৃষ্টিহীনতাই জীবনের শেষ নয়, বরং ইচ্ছাশক্তিই সাফল্যের আসল চাবিকাঠি। বিশাখাপত্তনমের এই কিশোরী সম্পূর্ণ অন্ধ, কিন্তু ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ তাঁকে পৌঁছে দিল এক ঐতিহাসিক কীর্তিতে। ২০২৫ সালের আগস্টে ট্রায়ালে তিনি মাত্র ৭০ বলে ১১৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে নির্বাচকদের তাক লাগিয়ে দেন। আর সেখান থেকেই ভারতের প্রথম দৃষ্টিহীন দের বিশ্বকাপ এ দলে জায়গা করে নেন করুণা।

বিশ্বকাপের মঞ্চে ভারতের আশা : আগামী ১১ থেকে ২৫ নভেম্বর দিল্লি ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইংল্যান্ড এবং আমেরিকার মতো শক্তিশালী দলের। করুণা এখন দেশের কোটি মানুষের চোখে নতুন ভরসার নাম।
শব্দকে শক্তি বানিয়ে ক্রিকেট : করুণা বলেন,”আমি বল স্পষ্ট দেখতে পাই না, কিন্তু বল যখন গড়ায় বা বাউন্স করে, তার শব্দ শুনে মাথায় হিসাব করি। সেখানেই আমার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে।”

সংগ্রাম থেকে এক বিরাট সাফল্যে : আল্লুরি সীতারাম রাজু জেলার এক আদিবাসী পরিবারে জন্ম করুণার। দৃষ্টি সমস্যার কারণে সাধারণ স্কুল ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। পরে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য তৈরি বিশেষ স্কুলে ভর্তি হন। সেখানেই ধরা দেয় ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা। আজ সেই আবেগই তাঁকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। করুণা শুধু তাঁর বাবা-মায়ের নয়, গোটা জাতির গর্ব। তাঁর কাহিনি শেখায়—অদম্য সাহস আর কঠোর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *