অবশেষে উদ্ধার হওয়া নাবালিকারা ঘরে ফিরল বিশেষ পুলিশি তৎপরতায়
নিজস্ব সংবাদদাতা : অবশেষে ঘরে ফিরল উদ্ধার হওয়া নাবালিকারা। প্রধান নগর থানার পুলিশ উদ্ধার করে ঘরে ফেরালো তাদের। জানা গেছে বন্ধুর জন্মদিন নিমন্ত্রণ খেতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তারা। অবশেষে এদিন প্রধান নগর থানা পুলিশ উদ্ধার করে বাড়ি ফেরালো তাদের। এদিকে নাবালিকারা সুস্থ আছে বলে এদিন জানায় প্রধাননগর থানার পুলিশ। তবে কি কারনে তারা চলে গিয়েছিল, কেন বাড়িতে না বলে চলে গিয়েছিল এদিন তার কোনো উত্তর দেয়নি তারা। অবশেষে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। নাবালিকাদের খাবার এবং জল দিয়ে এদিন জিজ্ঞাসাও শুরু করে পুলিশ।


