অবশেষে ডুয়ার্সে শুরু হল বৃষ্টি, পরম স্বস্তি চা শ্রমিকদের মধ্যে
নিজস্ব সংবাদদাতা : অবশেষে ডুয়ার্সে নামলো বৃষ্টি। খুশি চা শ্রমিকদের মনে, তারা জানিয়েছেন দিনের পর দিন বৃষ্টি না হওয়ায় চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন তারা। ফলন ভালো করে যদি না হয় কিভাবে ব্যবসা বাড়বে?এদিকে বৃষ্টি হওয়াতে অনেকটাই নিশ্চিত হলেন চা শ্রমিকেরাও। বৃষ্টির সাথে শিল পড়েছে তবে তাতে চা গাছের কোন ক্ষতি হবে না বলে দাবি জানিয়েছে যা শ্রমিকেরা। তারা এও ও জানিয়েছে এবার এই বৃষ্টি তাদের বাঁচিয়ে দিল অনেকটাই, এমনটাই দাবি করছেন চা শ্রমিকেরা। এদিকে দুই থেকে তিন ঘন্টা বৃষ্টি হয়েছে ডুয়ার্সে। এর ফলে অনেকটা মুক্তমনে তারা চা চাষ করবেন বলে দাবি শ্রমিকদেরও । তারা এও জানিয়েছেন চৈত্র মাসের এই বৃষ্টি অনেকটাই উপকার দেবে চা চাষে।
