অবশেষে বুথ ফেরত সমীক্ষাতে বসলো তৃণমূলএর দার্জিলিং জেলার নেতৃত্ব
দার্জিলিং : ভোট হয়ে গেছে, কি হতে পারে রেজাল্ট আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার পর্যবেক্ষণ এ বসলেন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এর নেতৃত্বে আজ এই পরীক্ষা নিয়ে আলোচনা করলো। জানা গেছে বেশ কয়েকটা ওয়ার্ড নিয়ে চিন্তা করছে দল। জেলা সভাপতি জানিয়েছেন এবার তৃণমূলের প্রচার আগের চাইতে অনেক ভালো হয়েছে। কর্মীরা তাদের সব কাজ ফেলে দিয়ে যেভাবে দলের জন্য কাজ করেছেন তার জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয়। এবার আমরা অনেক ভালো ফালফল করবো আশা করছি। জানালেন জেলা সভাপতি। তিনি আরো জানান এবারে বিজেপি আগের ফালফল ধরে রাখতে পারবে না। দার্জিলিং জেলা এবারে তৃণমূল কংগ্রেস এর দখলে থাকবে। এদিন জেলা সভাপতি র সাথে ছিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রতিটি ওয়ার্ড এর নেতৃত্ব কে আলাদা আলাদা করে দায়িত্ব নিতে হবে বলে জানান জেলা সভাপতি।