অবশেষে ভোটার লিস্ট নিয়ে বের হলেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং শিলিগুড়ির অন্যতম এমএমআইসি শ্রাবণী দত্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পায়ে চোট, এখনো সারেনি ব্যথা, সেটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন তিনি। তিনি হলেন শ্রাবণী দত্ত, শিলিগুড়ির অন্যতম এমএমআইসি এবং ১৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চোট পাওয়া নিয়েই দৌড়ে গিয়েছিলেন কলকাতাতে। ভুতুড়ে ভোটার কে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, তারই নির্দেশে বাংলা তৃণমূল নেতা নেত্রীরা বাড়িতে বাড়িতে ভোটার লিস্ট নিয়ে ঘুরছেন। বাদ গেলেন না তিনিও, জানালেন দলকে ভালবাসি যখন, আর আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। ব্যথা করছে পায়ে সেই পা নিয়ে দৌড়াচ্ছেন তিনি।

শ্রাবণী দত্ত জানান এটা একটা বড় কাজ এবং বড় দায়িত্ব, আমার শরীর এখনো ঠিক হয়নি, তবুও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আর আমি কিভাবে বাড়িতে বসে থাকতে পারি? এ কাজ তো শেষ করতেই হবে, আমার ওয়ার্ডের কর্মীরা ভালোই কাজ করে যাচ্ছে, আর আমি কিভাবে বাড়িতে বসে থাকব? আমাদের সবার দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিচিন্ত করা। শ্রাবণী দত্ত পিছিয়ে থাকবে না, লড়াই করে সামনে এগিয়ে যাবে। আর সেটা করবেই , এদিন এমনটাই জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *