অবশেষে রোগী কল্যান সমিতিতে বিরাট রদবদল রাজ্যের প্রতিশ্রুতি মতই ,ডানা ছাঁটা হল এমনকি জনপ্রতিনিধিদেরও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে বিরাট রদবদল । মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতই ভেঙ্গে দেওয়া হল পুরনো রোগী কল্যান সিমিতি। গঠন করা হয়েছে সাত সদস্যের নতুন কমিটি। মঙ্গলবার রাজ্যের তরফে এবিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে সাগর দত্তের ঘটনার প্রেক্ষিপ্তে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। পুজোর মধ্যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে এবার জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন সিনিয়র ডাক্তাররা। এদিকে এর মাঝেই হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে বিরাট রদবদল আনা হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতই রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য খোলা হয়েছে গ্রিভ্যান্স সেল। এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। নতুন সার্কুলার জারি করার আগে হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতির মাথায় থাকতেন জনপ্রতিনিধিরা। আরজি করের ঘটনার পরই পুরনো রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নতুন জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয় সাত সদস্যের কমিটি নিয়ে গঠন করা হয়েছে নতুন রোগী কল্যাণ সমিতি। অধ্যক্ষর পাশাপাশি থাকবেন হাসপাতালের সুপার, অধ্যক্ষ মনোনীত এক সদস্য, কর্মরত সিনিয়র চিকিৎসক, রোগী কল্যান সমিতিতে থাকছেন এক জুনিয়র চিকিৎসক, নার্স ও এক জনপ্রতিনিধিও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *