অবশেষে শংসাপত্র হাতে পেতে চলেছে শহরের বৈধ হকাররা, সবুজ সঙ্কেত দিল কেএমসি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় আইন মাফিক হকারদের ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে কলকাতা কর্পোরেশনের টালবাহানা ৷ শেষমেষ চলতি বছরে শুরুতেই তা নিয়ে সবুজ সঙ্কেত দিল কেএমসি ৷ বহু প্রতীক্ষিত ভেন্ডিং সার্টিফিকেট হাতে পাবেন শহরের বৈধ হকাররা ৷ জানা গিয়েছে, সব ঠিক থাকলে জানুয়ারি মাসেই তাঁরা এই সার্টিফিকেট হাতে পাবেন বলে জানিয়েছে পুরনিগম ৷ দেশের অধিকাংশ রাজ্যে কেন্দ্রীয় হকার আইন প্রণয়ন হলেও, বহু বছর পর সেই আইন লাগু হয়েছে রাজ্যে ৷ তৈরি হয়ছে বিভিন্ন শহরে টাউন ভেন্ডিং কমিটি বা টিভিসি ৷ তারপর নানা জটিলতা পেরিয়ে শেষমেষ গত বছর পুলিশ ও পুর-প্রশাসন যৌথভাবে ডিজিটাল সমীক্ষা শুরু করে ৷ তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হকাররাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করার পর ৷

সেই মতো বছরের মাঝামাঝি টিভিসি পরিকল্পনা করে, প্রথম ধাপে বেশকিছু হকারদের দেওয়া হবে ভেন্ডিং সার্টিফিকেট ৷ ঠিক হয় ৯ হাজারের কাছাকাছি বৈধ হকারকে দেওয়া হবে ভেন্ডিং সার্টিফিকেট ৷ সেই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা ছিল গতবছর পুজোর আগে ৷ তবে, টিভিসির সদস্য বিভিন্ন হকার ইউনিয়নের মধ্যে নির্ধারিত তালিকা নিয়ে নানা টানাপোড়েন জেরে থমকে যায় সেই পরিকল্পনা ৷ অবশেষে, সমস্ত ডিজিটাল সমীক্ষা শেষ করে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে ৷ হকারদের যে শংসাপত্র দেওয়া হবে, তাতে কিউআর-কোড দেওয়া থাকবে ৷ যে বৈধ হকার এই শংসাপত্র পাবেন, তাতে তাঁর পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে ৷ এই শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে প্রধান শর্ত হবে, সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজেকে হকারি করতে হবে ৷ মাঝে মধ্যে পুলিশ ও পুর-প্রশাসন যৌথ অভিযান চালাবে ৷ কার্ডের কিউআর-কোড স্ক্যান করে ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে কর্তৃপক্ষ ৷ সেই সময় ডিজিটাল নথির সঙ্গে দোকানে উপস্থিত হকারের মিল না-থাকলে, যার নামে শংসাপত্র জারি করা হয়েছে, তাঁর খোঁজ করবে পুলিশ ৷ প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *