অবশেষে হাইকোর্টে জামিন হল প্রাক্তন শিক্ষামন্ত্রীর , তদন্তে সহযোগিতার নির্দেশ আদালতের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গ্রেফতারির তিন বছর পর অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের একটি মামলায় তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ ৷ জামিনের শর্ত হিসেবে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতের কাছে । এছাড়া মামলার সাক্ষীদের কোনওভাবেই প্রভাবিত করতে পারবেন না তিনি ।

মূলত , এর আগে সুপ্রিম কোর্টেও জামিন পেয়েছেন পার্থ ৷ এবার হাইকোর্ট থেকে অন্য একটি মামলায় জামিন পেলেন তিনি ৷ কিন্তু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি ৷ সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী নিয়োগ দুর্নীতির মামলায় নিম্ন আদাতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে ৷ আইনজীবীদের মতে সেই প্রক্রিয়া শেষ হতে হতে নভেম্বর মাসের মাঝামাঝি হয়ে যেতে পারে ৷ ততদিন জেলেই থাকতে হবে বাংলার শাসক শিবিরের প্রাক্তন মহাসচিবকে ৷

উল্লেখ্য , এর আগে অগস্ট মাসে সিবিআইয়ের এসএসসি-দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারও আগে ইডির মামলাতেও জামিন পান পার্থ ৷ সিবিআইয়ের মামলায় শীর্ষ আদালতে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। জামিনের শর্ত হিসেবে শীর্ষ আদালত জানিয়েছিল, পার্থকে পাসপোর্ট জমা রাখতে হবে ৷ একই সঙ্গে, তাঁকে নিয়মিত নিম্ন আদালতে হাজিরাও দিতে হবে। প্রথমে সিবিআইয়ের এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে ৷ সেখানে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পার্থর জামিন মঞ্জুর করেন ৷ পরে তদন্তকারী সংস্থা বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ৷ এখানে অবশ্য তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন পার্থ। আবেদন মঞ্জুর করেছিল আদালত ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *