আইআইটি’র সফল পড়ুয়া ক্যাব চালকের মেয়ে , গর্বিত এমনকি সমগ্র দেশও
বেস্ট কলকাতা নিউজ : জীবনে চলার পথে কোনও বাঁধাই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তি থাকলেই।এমনকি দারিদ্র্যতাও হেরে যায় জেদ আর মনের জোরে কাছেও। আর ঠিক এমনটাই ঘটেছে কে.সাথির জীবনে। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সামান্য ক্যাব চালকের কন্যা কে.সাথি পড়াশোনার প্রতি গভীর ভালোবাসা আর ইচ্ছাশক্তির জেরে আজ পাটনার বিখ্যাত আইআইটি কলেজের পড়ুয়া।তাকে নিয়ে গর্বিত এমনকি গোটা দেশও। অন্ধ্রের এই কন্যা বুঁদ হয়ে রয়েছেন ভবিষ্যতে আইএএস অফিসার হওয়ার স্বপ্নেও।
তবে অজানা একটি অধ্যায় রয়েছে সাথির এই সাফল্য লাভের পিছনে। যা শুনতে বা জানত চান খুব কম সংখক লোকই ।সাথি প্রতি মুহুর্তে জীবনের সঙ্গে সংগ্রাম করেই বড় হয়েছে ছোটো থেকেই। বাবা সামান্য ক্যাব চালক হওয়ায় সাথির জীবনে খুব একটা প্রশস্ত ছিলো না পাটনার আইআইটি পর্যন্ত পৌঁছানোর পথটাও।