আগামী ২৮ মে হবে উত্তর কন্যা অভিযান, ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে এমনটাই জানালেন মীনাক্ষী মুখার্জী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আগামী ২৮ই মে আমাদের পক্ষ থেকে মানে ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে হবে উত্তর কন্যা অভিযান। জানালেন মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি জানান উত্তরকন্যায় কোন কাজ হচ্ছে না। আমাদের উত্তরকন্যার ঘুঘুর বাসা ভাঙতে হবে। এভাবে চললে মানুষের সবকিছুর উপর থেকে আস্থা উঠে যাবে। কাজগুলি করতে হবে। যেসব কাজ উত্তর কন্যা দিয়ে করা হতো সেই কাজগুলি হচ্ছে না, কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না জানে তৃণমূল সরকার। মানুষের আশা কে ভেঙে দিতে চায় এরা। উত্তর কন্যা অভিযান করে আমরা তৃণমূল কংগ্রেসের ঘুঘুর বাসা ভাঙবো। এদিন হুংকার দিয়ে এমনটাই জানালেন মীনাক্ষী মুখার্জী।

এদিন তিনি আরো জানান ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতার অপব্যবহার করে চলেছে তৃণমূল। সাধারণ মানুষ এটা মেনে নেয় নি, আমরা চাই পরিবর্তন আসুক। সামনের বছর বিধানসভা নির্বাচন , আরে ঠিক এই নির্বাচনের আগে আমরা মানুষের সামনে প্রমাণ করে দিতে চাই যে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। উত্তরকন্যা অভিযান করে আমরা এটা দেখিয়ে দিতে চাই যে ডি ওয়াই এফ আই এখনো সংঘবদ্ধভাবে মিছিল করে যায়। আপনারা অপেক্ষা করুন ২৮ তারিখে কি হয় দেখুন বলেও এদিন জানান মীনাক্ষী মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *