আজ নন্দীগ্রাম বিধানসভা মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে
বেস্ট কলকাতা নিউজ : আজ সোমবার ১৫ নভেম্বর সুপ্রিম কোর্টে হতে চলেছে নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফল সংক্রান্ত মামলার শুনানি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর জয়ের বিষয়ে প্রশ্ন তুলে। মূলত, শুভেন্দুবাবু আবেদন করেছেন সেই মামলাই সুপ্রিম কোর্টে স্থানান্তরের জন্য। উল্লেখ্য, শুনানির জন্য মামলাটি তালিকাবদ্ধ হয়নি গত জুলাই মাসে তিনি দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করলেও। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে আর্জি জানানোর পর আজ, সোমবার তা তালিকাবদ্ধ হয়েছে শুনানির জন্য। এই শুনানি হবে বিচারপতি হিমা কোহলির এজলাসে। প্রথম দিনের শুনানি হলেও আগে থেকে মামলায় ‘কেভিয়েট’ করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উভয়পক্ষের আইনজীবীরাই উপস্থিত থাকবেন আজ ভার্চুয়াল শুনানিতে।