আনন্দপুরের নামী আবাসনে বহুতলের ১৯ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর
বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় ফের মর্মান্তিক ঘটনা । মঙ্গলবার আনন্দপুরের বিলাসবহুল আরবানা কমপ্লেক্সের ৪৫ তলা আবাসনের ১৯ তলার বারান্দা থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল এক গৃহবধূর । মৃতের নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪ ) ।পুলিশের প্রাথমিক অনুমান, তিনি স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছেন । তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । কলকাতা পুলিশের ডিসি (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল বলেন, “দেহটি ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।”
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ । দক্ষিণ কলকাতার এই প্রিমিয়াম আবাসনের চার নম্বর টাওয়ারের নীচে হঠাৎই এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান সেখানকার নিরাপত্তারক্ষীরা । সঙ্গে সঙ্গে স্থানীয় আনন্দপুর থানায় খবর দেন তাঁরা । কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে । গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশ জানিয়েছে, এত উঁচু থেকে পড়ে যাওয়ার ফলে সঞ্চিতা আগরওয়ালের মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে যায় । ডান থাইয়ে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে লালবাজার সূত্রে খবর । ঘটনাস্থলেই রক্তের দাগ এবং ভাঙাচোরা হাড়ের চিহ্ন পুলিশের নজরে আসে । পরে মৃতার দুই মেয়ে সুহানা ও ভূমি আগরওয়াল মায়ের দেহ শনাক্ত করেন । পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য । মৃতের ফ্ল্যাটের বারান্দায় একটি বসার টুল পাওয়া গিয়েছে । অনুমান, সেটির উপর দাঁড়িয়েই ঝাঁপ দেন সঞ্চিতা । তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয় । মৃতের পরিবার সূত্রে জানা যাচ্ছে, সঞ্চিতা শান্ত স্বভাবের ছিলেন । দীর্ঘদিন ধরেই নীরবতার আড়ালে তিনি মানসিক অবসাদের শিকার ছিলেন বলে জানা গিয়েছে । তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র অবসাদই তাঁর মৃত্যুর কারণ কি না, তা এখনই নিশ্চিত বলা সম্ভব নয় । পারিবারিক বা ব্যক্তিগত কোনও অন্য জটিলতা এর সঙ্গে জড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হয়।