আনিসকাণ্ডে হাইকোর্টের আস্থা আপাতত SIT-এর তদন্তের উপরেই
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার সিট গঠন করলেও আনিসের মৃত্যুর তদন্তে তাঁর পরিবার সরব হয়েছে সিবিআই তদন্তের দাবিতেই । এদিকে আনিস মৃত্যু মামলায় কলকাতা হাইকোর্ট আপাতত ভরসা রাখছে SIT-এর তদন্তের উপরেই । এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, দ্বিতীয়বার ময়না তদন্তের প্রয়োজন রয়েছে। ময়না তদন্তের পর ভিসেরার নমুনা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে ২ সপ্তাহের মধ্যেও। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।
এদিকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে , তারা আপাতত সিটেই ভরসা রাখছে আনিসের মৃত্যুর তদন্তে। আদালতের আরও পর্যবেক্ষণ, সঠিক পথে তদন্ত এগোচ্ছে কি না এই মুহূর্তে বলা যায় না তা। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনার তদন্ত করছেন রাজ্যের তাবড় তিন আধিকারিক। সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। তাঁদের হাত থেকে তদন্তভার নিয়ে যদি তা দেওয়া হয় অন্য কোনও তদন্তকারী সংস্থার হাতে তা হলে সিট তদন্ত করছিল কি না সেটাই তো স্পষ্ট হবে না! কারণ এই সিট-তদন্ত রয়েছে ‘প্রিম্যাচিওর’ পর্বে। তাই তারা এখনও অন্য কোনও হাতে তদন্তভার দিচ্ছে না। একইসঙ্গে আদালত এও জানিয়েছে, প্রয়োজন রয়েছে দ্বিতীয়বার দেহ ময়নাতদন্তের। ময়না তদন্তের পর সংরক্ষণ করতে হবে ভিসেরার নমুনা। আর তা হবে কোনও জেলা জজের উপস্থিতিতে।