আপনি কি মদ্যপান করে গাড়ি চালান ? আপনার লাইসেন্স বাতিল হতে পারে যেকোনও মুহূর্তেই, এমনি আইন প্রণয়ন করছে কেরালার সরকার
কোন গাড়ির চালকেরা মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছেন, তা নির্ণয় করতে সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। মদ্যপান বা অন্য কোনও নেশা করে গাড়ি চালাচ্ছেন? তবে খুব সাবধান, যেকোনও মুহূর্তেই বাতিল হতে পারে আপনার গাড়ির লাইসেন্স । এমনটাই নিয়ম আনা হচ্ছে দক্ষিণী রাজ্য কেরলে। বুধবারই সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই নির্দেশ দেন। তাঁর কঠোর নির্দেশ, যদি কেউ মদ্যপান করে বা মাদক সেবন করার পর গাড়ি চালান, তবে ওই গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। রাজ্যে ক্রমবর্ধমান মাদক সমস্যা মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবারই কেরলের সড়ক সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই মুখ্য়মন্ত্রী জানান, মদ্যপান বা মাদক সেবন করে কাউকে গাড়ি চালাতে দেখলে, সঙ্গে সঙ্গে যেন তাঁর লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। কোন গাড়ির চালকেরা মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছেন, তা নির্ণয় করতে সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, যারা ট্রাফিক আইন ভাঙবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য রাজ্যের প্রতিটি রাস্তায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশি পাহারাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।