আবারও নবজাতক উদ্ধার হল শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে থেকে, কোলে নিয়ে ঘুরছিলো এক ভবঘুরে
শিলিগুড়ি : শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে থেকে আবার এক নবজাতককে উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ। জেলা হাসপাতালের সামনে এক ভবঘুরেকে দেখা যায় ব্যাগের মধ্যে ১ শিশুকে নিয়ে ঘুরতে। তখনই স্থানীয়রা ওই ভবঘুরেকে ঘিরে ফেলে। ঘিরে ফেলে তাকে এক জায়গায় বসিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে ওই নবজাতককে জেলা হাসপাতালে নিজেদের উদ্যোগে ভর্তি করে দিয়ে যায়। জানা গেছে শিশুটির বয়স মাত্র এক মাস। তাকে নিয়ে যে ঘুরছিল ওই ভবঘুরেকে আটক করে পুলিশ এদিন জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে কোথা থেকে কিভাবে সে ওই শিশুকে নিয়ে আসলো সেটা এদিন জানা যায়নি। ওই শিশুটি সুস্থ আছে কিনা এদিন সেটাও পরীক্ষা করে দেখেন ডাক্তারেরা। ওই ভবঘুরে আপাতত পুলিশের হেফাজতে আছে বলেই জানা গেছে।
