আমার স্বপ্নের রাজপ্রাসাদ আমার রয়াল হেরিটেজ ক্যাম্প, জানালেন কর্ণধার পঙ্কজ দত্ত
নিজস্ব সংবাদদাতা : আমি বিশ্বাস করি প্রচন্ড পরিশ্রম করলে সাফল্য আসা যায়, আমি আমার স্বপ্নের রাজ প্রাসাদকে ঠিক এই ভাবেই তৈরি করেছি। জানালেন পঙ্কজ দত্ত। তিনি জানান এখন দার্জিলিং সিকিম এবং কালিম্পং সব জায়গাতেই ভালো ভালো রেস্ট হাউজ আছে। তাদের সাথে পাল্লা দিয়ে আমি তৈরি করেছি আমার এই রয়্যাল হেরিটেজ ক্যাম্প কে।

পংকজ দত্ত আরো জানান আমি চেষ্টা করেছি। বাকিটা ভগবানের আশীর্বাদ। তিনি আরো জানালেন আপনি যদি এখানে যান আপনি যদি রয়েল হেরিটেজ ক্যাম্পে আসেন আপনি বুঝতে পারবেন আসল ব্যাপারটা কি। আমি বারবার চেষ্টা করেছি , এই গেস্ট হাউজকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। এটা কতখানি গেছে বা যায়নি সেটা অনেকটাই নির্ভর করে যারা এখানে এসেছেন, সময় কাটিয়েছেন। আপনি এখানে সন্ধ্যা বেলায় বাইরে বসে থাকলে বুঝতে পারবেন আপনি কি কি পাবেন এখান থেকে, আপনি বুঝতে পারবেন আপনি ভুল করেননিআপনি ভুল করেননি। এনজে পি থেকে অথবা বাস টার্মিনাস থেকে একেবারেই সামান্য দূরত্বে এই হেরিটেজ ক্যাম্প । আপনি বুঝতে পারবেন কিভাবে কিভাবে আমি তৈরি করে ফেলেছি আপনার এই স্বপ্নের রাজপ্রাসাদকে। দা রয়েল হেরিটেজ ক্যাম্প আমাদের স্বপ্নের ভবিষ্যৎ, জানালেন পংকজ দত্ত। তিনি আরো বলেন আমি সেরার সেরা জায়গায় নিয়ে যাব আমার রয়েল হেরিটেজ ক্যাম্পকে ।

