আর কদিন পরেই শুরু শিলিগুড়ির স্থানীয় ক্রীকেট লীগ, জোরকদমে চলছে তারই আয়োজন
শিলিগুড়ি : আর কদিন পরেই শিলিগুড়িতে শুরু হচ্ছে স্থানীয় ক্রিকেট লীগ। কাওয়াখালিতে শুরু হওয়া এই লীগের জন্য জোরকদমে তৈরী শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। তৈরী হয়ে গেছে পীচ এবং মাঠও। ক্রিকেট প্রেসিডেন্ট মনোজ ভার্মা জানিয়েছেন আমরা অনেক দিন থেকেই শিলিগুড়িতে একটা ক্রিকেট ষ্টেডিয়ামের দাবী করে আসছি। কারন একটা ষ্টেডিয়ামে এত খেলার আয়োজন করা একেবারেই সম্ভব নয়। সেই কারনেই আমরা চাইছি শিলিগুড়িতে একটা আলাদা ক্রিকেট ষ্টেডিয়ামের জন্য। শিলিগুড়ি দেশকে ঋদ্বিমান সাহা এবং রিচা ঘোষের মত খেলোয়াড় দিয়েছে। উপহার হিসেবে। আমরা চাই এখান থেকে আরো ঋদ্বিমান সাহা এবং রিচা ঘোষেরা উঠে আসুক। তাই আমাদের দাবী রাজ্য সরকারের কাছে শিলিগুড়িতে অন্তত একটা ক্রিকেট ষ্টেডিয়াম উপহার দেওয়া হোক। এবারে শিলিগুড়ির স্থানীয় ক্রিকেট লীগ যথেষ্ট জনপ্রিয় হবে বলে দাবী করলেন মনোজ ভার্মা। তিনি জানান আমার মনে হয় এখানেও খেলা দেখতে ক্রিকেট প্রেমী মানুষেরা আসবেন খেলা দেখতে। শীতের দিনে এখানে ক্রিকেট যথেষ্ট জনপ্রিয় হবে বলে দাবী করেন মনোজ ভার্মা