আর মাত্র কিছুদিন অপেক্ষা , তারপরেই শিলিগুড়ি পুরসভা হয়ে উঠবে আদর্শ পৌরসভা
শিলিগুড়ি : আর কিছুদিনের মধ্যেই শিলিগুড়ি পুরসভা হয়ে উঠবে এক আদর্শ পৌরসভা। এই দাবি করছেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস কাউন্সিলাররা । কিভাবে হবে? তারা ইতিমধ্যেই জানিয়েছেন উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা তারা তাড়াতাড়ি করে উঠেছেন। শিলিগুড়ি পুরসভা এক আদর্শ পুরসভার পরিণত হচ্ছে। সময় যতটা লাগুক সমস্যা নেই তবে মেয়রের নেতৃত্বে, আদর্শ পৌরসভা তৈরি হবে শিলিগুড়ি পুরসভা। আমরা সেই ভাবেই তৈরি হচ্ছি জানান তারা। শিলিগুড়ি এখন অনেক উন্নত শহর, যা আগামী দিনে আরো উপরের দিকেই যাবে, এমনই দাবি করছে শিলিগুড়ির অনেক তৃণমূল কাউন্সিলার। তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই জানালেন তারা।