অনুষ্টিত হল শিলিগুড়ি পুর নিগমের বোর্ড অফ কাউন্সিলরস্ মন্ডলীর ২২ তম বোর্ড মিটিং

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গতকাল অনুষ্টিত হল শিলিগুড়ি পুর নিগমের বোর্ড অফ কাউন্সিলরস্ মন্ডলীর ২২ তম বোর্ড মিটিং। এদিন মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে যানবাহন কিভাবে রাখা যায় সেটা দেখা হবে। কারন শিলিগুড়িতে যানযট সমস্যা সবচাইতে বড় সমস্যা এবং জলের সমস্যা বিশেষ করে পানীয় জলের সমস্যা শিলিগুড়ির মানুষের কাছে সমস্যা তৈরী করছে। আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই সমস্যা কাটিয়ে ওঠা যায়। শিলিগুড়িতে জনসংখ্যার চাইতে গাড়ি রাখার ব্যাপার অনেকটাই বড় হয়ে দাড়িয়েছে। কিভাবে এই সমস্যার সমাধান হতে হবে সেটা নিয়ে আমরা চেষ্টা করে চলেছি। আমাদের লক্ষ সুস্থ এবং স্বাভাবিক শিলিগুড়ি তৈরী করে শিলিগুড়ির মানুষের জীবন সুন্দর করে তোলা। এদিন বিরোধী দলের কাউন্সিলারেরা অভিযোগ করেন তারা তাদের ওয়ার্ডের জন্য প্রাপ্য টাকা পাচ্ছেন না। তাদের বঞ্চিত করা হচ্ছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান এই তথ্য একেবারেই ভুল তথ্য। বোর্ড কোন দল দেখে না। কিন্তুু এই অভিযোগ করা হলে সেটা একেবারেই অনৈতিক এবং অনুচিত। এদিন মেয়র জানান নতুন বছর আসছে তাই আমাদের নতুন কিছু পরিকল্পনা আছে। আমাদের কাছে দরকার নতুন নতুন পরিকল্পনা।তাই আমরা চেষ্টা করব। ভবিষ্যতে যাতে ভালো বোর্ড তৈরী করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *