“আরোগ্য সেতু অ্যাপ তৈরি হয়েছে স্বচ্ছতার সঙ্গেই “, জবাব দিল কেন্দ্র
বেস্ট কলকাতা নিউজ : কে তৈরি করেছে আরোগ্য সেতু অ্যাপ ? কেন্দ্রীয় সরকার জবাব দিল সেই বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হতেই। তারা এও জানিয়েছে, স্বচ্ছভাবে এই অ্যাপ তৈরি করা হয়েছে রেকর্ড সময়ে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগেই। উল্লেখ্য, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন (CIC) এই বিষয় নিয়ে নোটিশও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারকে । কারণ কে তৈরি করেছে আরোগ্য সেতু ,তারা সন্তুষ্ট ছিল না সেই তথ্যে। এবার সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই।কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, আরোগ্য সেতু অ্যাপ তৈরি করা হয়েছে ২১ দিনের মধ্যে। এই অ্যাপটি তৈরি করা হয় প্যানডেমিক পরিস্থিতিতে রোগীদের ট্র্যাক করার জন্যই। এটি সম্পূর্ণরূপে একটি ভারতীয় অ্যাপ। যা সুরক্ষিত এবং নিরাপদও। কোনও রকম সন্দেহ থাকা উচিত নয় ভারতে কোরোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরোগ্য সেতুর ভূমিকা নিয়েও ।
আরোগ্য সেতু-র ওয়েবসাইটে এও উল্লেখ করা হয়েছে, এই অ্যাপটি তৈরি হয়েছে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (NIC) এবং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে। কিন্তু আগেও প্রশ্ন উঠেছিল আরোগ্য সেতু নিয়ে। সেক্ষেত্রে RTI ফাইল হয় কে এই অ্যাপ তৈরি করেছে তা জানতে চেয়েও। সেই RTI-এর জবাবে NIC এও বলে, অ্যাপটি কারা তৈরি করেছে তাদের কাছে কোনও রকম তথ্য নেই সে সম্পর্কে। অন্যদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ন্যাশনাল ই-গর্ভন্যান্স বিভাগে পাঠায় ওই RTI । এমনকি এই বিভাগও জানায় , তাদের কাছেও কোনো উত্তর নেই এই প্রশ্নের।এই উত্তরে সন্তুষ্ট ছিল না সেন্ট্রাল ইনফরমেশন কমিশন । তারা দাবি করে স্পষ্ট কোনও উত্তর দেওয়া হয়নি বলেও। এরপরই সঠিক উত্তর জানতে চেয়ে তারা নোটিশ পাঠায় কেন্দ্রীয় সরকারকে।