কয়লাকাণ্ডে অবশেষে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল বিনয় মিশ্রের বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে দিল্লির পাতিয়ালা আদালত কয়লাকাণ্ডে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিনয় মিশ্রের বিরুদ্ধে। পরোয়ানা জারি হল এমনকি জামিন অযোগ্য ধারায়। বিনয় হাজিরা দিচ্ছিলেন না এমনকি বারংবার নোটিস পাঠানো হলেও। তাই আদালতে কঠোর পদক্ষেপের জন্য আবেদন করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে । আজ পাতিয়ালা আদালত পরোয়ানা জারি করল তাতে সাড়া দিয়েই। এদিকে ইডি তৃণমূল নেতা বিনয় ও তাঁর ভাই বিকাশ মিশ্রের বিরুদ্ধে বেআইন কয়লা চোরাচালান মামলায় অভিযোগ তুলেছে ‘কিছু প্রভাবশালী লোকজনের’ হয়ে ৭৩০ কোটি টাকা পাওয়ার।

তৃণমূলের নম্বর টু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই মূলত পরিচিত এই বিনয় মিশ্র, এমনই বক্তব্য রাজনৈতিক মহলের একাংশেরও। তিনি পলাতক এমনকি দীর্ঘদিন ধরেও। তাঁর ভাই বিকাশ মিশ্রকেও ইডি গ্রেফতার করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিও বিনয়ের বিরুদ্ধে একগুচ্ছ অকাট্য নথিপ্রমাণ উদ্ধার, বাজেয়াপ্ত করেছে কলকাতা ও দিল্লির নানা স্থানে প্রায় ৪৯ বার তল্লাসি চালিয়ে। বিনয়ের বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল কলকাতার এক আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *