আয়োজিত হল শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির বিশেষ বৈঠক
শিলিগুড়ি : অনুষ্ঠিত হলো শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠক। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় একটি স্কুলে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেয়র কে তাদের স্কুলের বেশ কিছু সমস্যার কথা জানান এবং সেইগুলি সমাধানের কথা উল্লেখ করেন। মেয়র জানান তিনি তার দিক দিয়ে সমস্ত রকমের চেষ্টা করবেন। কারণ হাকিমপাড়া বালিকা বিদ্যালয় স্কুল বহু পুরানা স্কুল।এই স্কুলের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তাই আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করব স্কুলের সমস্যা সমাধান করার। আমার পক্ষে যতটা পারা যায় আমি তা করব। মেয়র এদিন আরো জানান পরিচলন সমিতির বৈঠক অনেক দিক থেকে কার্যকরী হয়ে ওঠে, যখন সেগুলো সমাধানের চেষ্টা করা হয়। আর আমি সেই চেষ্টা করে যাবো। স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতে ভালো হয় সেদিকটাও আমি খতিয়ে দেখব, এদিন এমনটাই জানান মেয়র গৌতম দেব।
