ই-সিগারেট বন্ধ করতে রাজ্যগুলিকে চিঠি পাঠালো কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রক
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে নতুন করে বিজ্ঞপ্তি পাঠাল ই-সিগারেট বন্ধ করার জন্য। কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রক এর পক্ষ থেকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ-সহ সবকটি রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যপুলিশের ডিজিকে । নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ই-সিগারেট তৈরি, বিক্রি ও কেনা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য গুলিকে।
গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার ই-সিগারেট উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহণ, বিক্রি, বিতরণ, জমা রাখা ও তার বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল ।সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণাও করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছে তাতে বিশেষ কাজ হয়নি এখনও পর্যন্ত। তাই পুনরায় নতুন করে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।তারও কিছুদিন আগে প্রধানমন্ত্রীর অফিস থেকে ই-সিগারেট নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো সরকার প্রহিবিশন অব ই সিগারেটস নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করে। সেই অধ্যাদেশ খতিয়ে দেখে একটি মন্ত্রিগোষ্ঠী ।অধ্যাদেশে এও বলা আছে,যে প্রথমবার এই বিধি ভাঙলে একবছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ভোটের আগে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় ফিরলে ১০০ দিনের মধ্যে ই-সিগারেট, ভেপ এবং ই-নিকোটিন ফ্লেভারড হুকা নিষিদ্ধ করবে।