ইকো পার্কে থাকছে ভরপুর মনোরঞ্জনের নতুন এক ইভেন্ট! কচিকাঁচা থেকে বয়স্ক, সবাই মাতবেন দেদার এক অনাবিল আনন্দে !
বেস্ট কলকাতা নিউজ : এবার ইকোপার্কে বেড়ানোর আনন্দ হবে দ্বিগুণ। শীতের আগেই ভারতের বৃহত্তম উদ্যান ইকো পার্কে চালু সোলার ডোম মিউজিয়াম । পুনরায় ব্যবহারযোগ্য শক্তির বিপুল সম্ভারের নজরকাড়া সব নিদর্শন মিলবে এই মিউজিয়ামে। এখানে ঢোকার পর একটি রোবটকে গাইড হিসেবে বেছে নিতে পারেন আপনি।
ইকোপার্কে চালু সোলার ডোম মিউজিয়াম: শীতের আগেই ইকো পার্কে নতুন বিনোদনের দারুণ বন্দোবস্ত। ইকো পার্কে তৈরি হয়েছে সোলার ডোম মিউজিয়াম। পুনরায় ব্যবহারযোগ্য শক্তিকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে এই মিউজিয়ামটি। এখানে বিভিন্ন মডেলের ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। উৎসবের মরশুমে পর্যটকদের ভরপুর আনন্দ দিতে ইকো পার্কে বিশেষ এই ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। কচিকাঁচারা তো বটেই পরিবারের বড়রাও একটা গোটা দিন ইকো পার্কে দেদার মজায় কাটাতে গেলে ঢুঁ মারতে পারেন এই বিশেষ মিউজিয়ামে। ইকো পার্কের এই সোলার ডোম মিউজিয়াম আগামী দিনে বিপুল সাড়া ফেলে দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
ইকো পার্কের এই মিউজিয়ামে প্রবেশ মূল্য ২০০ টাকা। ইচ্ছে করলে আপনি এই সোলার ডোম মিউজিয়ামে ঢোকার পর গাইড হিসেবে বেছে নিতে পারেন একটি রোবটকে। তার জন্যও অবশ্য সামান্য খরচ করতে হবে। ১০০ টাকা দিলেই মিলবে এই গাইড রোবোট। কলকাতার ইকো পার্কে দেদার আনন্দে মেতে ওঠার জন্য অভিনব বন্দোবস্ত চালু হয়ে গিয়েছে। একটা গোটা দিন পরিবারের সবাইকে নিয়ে ভরপুর মজায় কাটান ইকো পার্কে। এই সোলার ডোম মিউজিয়ামের মধ্যেই তৈরি হয়েছে একটি ক্যাফেটেরিয়াও। চাইলে সেখানে বসেই সারতে পারেন খাওয়া-দাওয়া।