ইলিশের মরশুম তবুও বাজারে কোনো রকম দেখা নেই মাছের রাজা ইলিশের
শিলিগুড়ি : জুলাই পার হয়ে আগস্ট চলে আসলো শ্রাবণ মাসের শেষের দিকে, তবুও দেখা নেই ইলিশ মাছের বর্ষার মৌসুম চলে যাওয়ার পথে, তবুও উত্তরবঙ্গ এবং শিলিগুড়ির বাজারে মিলছে না ইলিশ মাছ।এদিকে শিলিগুড়ির প্রধান প্রধান বাজার গুলিতে বাইরে থেকে ইলিশ মাছ আসলেও সেটা বাংলাদেশের নয়। আসলে লোকে ইলিশ খেতে চান মূলত বাংলাদেশের। আর সেটা পাওয়া যাচ্ছে না বলেই সমস্যা বেড়েছে লোকজনের । আসলে রোজগার যার যেরকমই হোক , সবাই একটু ইলিশ মাছ খেতে পছন্দ করে। আর সেই সময় দেখা নেই ইলিশ মাছের, বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানির দিকে। সেই কারণে আমদানিও নেই। আসার সম্ভাবনা একেবারেই ক্ষীন। কবে আসবে বাংলাদেশের ইলিশ ? উত্তর নেই কারো কাছে। যদিও মনে করা হচ্ছে এবার আসবে না , কোলাঘাট এবং ডায়মন্ড হারবার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইলিশ প্রেমীদের ।
