অন্তত ৭ জন বিষমদের বলি হাওড়ায়, আশঙ্কাজনক অনেকে, তীব্র উত্তেজনা এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার হাওড়ায় একাধিক মানুষ বিষমদের বলি হল বর্ধমানের পর। হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা থেকে ঢিলছোঁড়া দুরত্বে পঞ্চাননতলার গজানন বস্তির ঘটনা। স্থানীয়দের অভিযোগ মূলত বস্তির ভেতরের একটি বেআইনি মদের দোকানের বিরুদ্ধেই । বিষমদ খেয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । চরম আশঙ্কাজনক তাঁদের অবস্থাও ।

স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন কীভাবে থানার ২০০ মিটার দূরত্বে এই বেআইনি মদের ঠেক এতদিন ধরে চালু রইল তাই নিয়েও । পুলিশ মদের দোকানের মালিক প্রতাপ কর্মকারকে আটক করে। তাঁর কাছ থেকে বিশদে জানতে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষআশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন টি এল জয়সোওয়াল হাসপাতালে ও হাওড়া জেলা হাসপাতালে । স্থানীয় বাসিন্দা সুনীল সিং বলেছেন, ওখানে চোলাই মদের ঠেক চলছে দীর্ঘদিন ধরেই। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের নাকের ডগায় বেআইনি কাজ হলেও। এই মদের ঠেক চলত পুলিশের মদতেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *