ইসরোর ক্ষুদ্রতম রকেট মহাকাশে পাড়ি দিলো পৃথিবী পর্যবেক্ষণের স্যাটেলাইট নিয়ে!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বাধীনতা দিবসের পরদিনই আরও এক সাফল্য ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর। শুক্রবার (১৬ অগস্ট), আর্থ অবজারভেশন স্যাটেলাইট-৮ বা ইওএস-৮ (EOS-8) উৎক্ষেপণ করল ইসরো। তবে, এই অভিযানে এই স্যাটেলাইটটি নয়, সকলের চোখ ছিল এর বাহক, ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল-03’-এর দিকে। কারণ, এটিই হল ইসরর তৈরি সবথেকে ছোট রকেট। অতি সম্প্রতি, ইসরো এই রকেটটি তৈরি করেছে। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের সকালেই এই রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য তা করা যায়নি। তার বদলে, এদিন অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে, সকাল ৯টা বেজে ১৯ মিনিটে যাত্রা করে রকেটটি। ইসরো জানিয়েছে, এই উৎক্ষেপণ একেবারে সফল।

গত বেশ কয়েকবছর ধরেই ছোট আকারের রকেট তৈরি নিয়ে কাজ করছে ইসরো। এই অভিযান,ইসরোর মিশনটি স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের চূড়ান্ত সংস্করণের প্রথম উড়ান। তাই, উৎক্ষেপণের আগে একটু চাপেই ছিলেন ইসরোর বিজ্ঞানরা। ৩৪-মিটার লম্বা এই রকেটটি ৫০০ কেজি পর্যন্ত ওজনের ছোট উপগ্রহগুলি বহন করতে পারে। ছোট আকারের স্যাটেলাইটগুলিকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করার জন্যই এই রকেটটির নকশা করা হয়েছে। এদিন রকেটটি তিনটি মূল পেলোড নিয়ে উড়ল। এই তিনটি পেলোড হল – ইলেক্ট্রো অপটিক্যাল ইনফ্রারেড পেলোড, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-রিফ্লেক্টোমেট্রি পেলোড এবং এসআইসি ইউভি ডসিমিটার। এই অভিযান সফল হলে ইসরোর ক্ষুদ্রতম রকেটটির উন্নয়ন সম্পূর্ণ হবে।

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *