উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হওয়া কৃতি পড়ুয়াদের বিশেষ শুভেচ্ছা জানালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : অনেক দুস্থ পরিবারের ছেলেরা এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এ ভালো ফলাফল করেছে। সারাদিন কষ্টের পরে, এই ধরনের ফলাফল সত্যি সত্যি প্রশংসনীয়। আমি ওদের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। যেভাবে ওরা রোজ রোজ পরিশ্রম করে জীবনে সাফল্য এনে দিয়েছে, বাবা মায়ের সাথে কাঁধের সাথে কাধ মিলিয়ে এভাবে লড়াই করে এই ধরনের ফলাফল করেছে , তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। ওরা শিলিগুড়ির মান সম্মান বাড়িয়ে তুলেছে। আমি ওদের পরবর্তী জীবনের সাফল্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।

এদিন তিনি আরো জানান মেয়র গোটা শহর শিলিগুড়িতে এবারে ভালো ফলাফল করেছে যারা তাদের মধ্যে অধিকাংশই একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্য থেকে উঠে আসা মানুষ। তাদের সন্তানেরা আজ উজ্জ্বল করেছে আমাকে মান সম্মান। আমি ওদের সাফল্য কামনা করছি। এবং আশা করছি ওরা ভবিষ্যতে সফল হোক। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের সমস্ত রকমের দুর্যোগ থেকে রক্ষা করুন। আজকে এই ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে সমাজের কোন বাধাই থাকবে না যদি মনের জোর এবং সাহস থাকে। সবাই ভালো ফলাফল করে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, টাকা থাকলেই ভালো ফলাফল করা যায় না। থাকতে হয় একাগ্রতা এবং অধ্যাবসায়। এদিন তিনি এও জানান আমি সবসময় ওদের পাশে আছি,এবং থাকবো।