উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের অধিকারীকে বিশেষ অভিনন্দন জানালেন বিধায়ক শংকর ঘোষ
শিলিগুড়ি : উচ্চমাধ্যমিকে দার্জিলিং জেলায় তৃতীয় স্থান অধিকারী জয়িতা সাহার সাথে সাক্ষাৎ করলেন বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি জানান উচ্চমাধ্যমিকে ভালো ফল করার জন্য অভিনন্দন জানালাম ওকে। আমি আশা করি এইভাবেই ভালো পড়াশোনা করে ও ভবিষ্যতে আরও অনেক সাফল্য লাভ করবে । ওর কোন সমস্যা হলে অথবা প্রয়োজনীয় কোন দরকার হলে আমরা ওর পাশে থাকবো। এদিন উপস্থিত ছিলেন তিন নম্বর মন্ডলের সভাপতি বান্টি আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা। বিধায়ক শংকর ঘোষ এদিন আরো জানান শিলিগুড়িতে এই বছর অনেক কৃতি ছাত্রছাত্রী আছে যারা দিনের পর দিন অনেক কষ্টের মধ্য দিয়েও ভালো ফলাফল করছে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে ওদের। এতে শিলিগুড়ির মান-সম্মান এবং গৌরব বাড়াবে, এতটাই আশা করি বলেও এদিন জানান বিধায়ক শংকর ঘোষ। ওর বাবা মায়ের সাথে কথা বলেছি , ওর যা লাগবে আমাদের তরফ থেকে আমরা তাই দেব।
