উত্তরবঙ্গের গর্ব পর্যটন আর সেখানে মার খাচ্ছে উত্তরবঙ্গ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ বিখ্যাত পর্যটনের জন্য, গত ৩০ বছর ধরে উত্তরবঙ্গ বিখ্যাত পর্যটনের জন্য। তবে গত তিন বছর ধরে বিশেষ করে করোনার পরে পর্যটন ব্যবসা প্রচন্ডভাবে মার খাচ্ছে গোটা উত্তরবঙ্গে। এরমধ্য দার্জিলিং এবং সিকিম প্রথম শাড়িতে পড়ে। গোটা বাংলা জুড়ে বর্তমান পরিস্থিতিতে পর্যটন শিল্পের অবস্থা একেবারেই নিম্নগামী। যে পর্যটনের জন্য গোটা পৃথিবী উত্তরবঙ্গ কে চিনত আর সেটাই এখন একেবারে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। পর্যটন ব্যবসা মার খাওয়ার পিছনে অনেক কারণ আছে পর্যটন বিশেষজ্ঞরা। এদের মধ্যে হোটেলের সমস্যা তো আছেই, খাবারের সমস্যা। সব মিলিয়ে একেবারেই উল্টো দিকে চলতে শুরু করেছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা। যেটা থেকে ঘুরে দাঁড়ানো প্রচন্ডভাবে মুশকিল।

মূলত ,গত কয়েক বছর ধরে দার্জিলিং এবং অন্যান্য এলাকায় পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে গেছে যারা আসছেন তারা একবার আগে ঘুরে গেছেন সেই কারণে তারা পাহাড়ে আসতে পছন্দ করছেন, এখন থেকে ১০ বছর আগে দার্জিলিং এবং সিকিম ছিল পর্যটনের আতর ঘর কিন্তু বর্তমানে তা অনেকটাই কমে গেছে এর কারণ কলকাতা এবং তার আশেপাশের এলাকা থেকে যারা আসছেন তারা বাংলার বাইরে যেতে পছন্দ করছে, এক পর্যটন ব্যবসায়ী জানিয়েছেন তিনি পাহাড়ের মাটিতে ব্যবসা করছেন গত কুড়ি বছর ধরে কিন্তু বর্তমানে তা অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছে, পাহাড়ে আসার একমাত্র ভালো দিক হলো পাহাড়ের আবহাওয়া একমাত্র এই কারণে পাহাড় কে বেছে নেন অনেক মানুষ, পাহাড়ে জনপ্রিয়তা রাশের আরেকটি প্রধান কারণ হলো মাত্রা ছাড়া গাড়ি ভাড়া, প্রায় তিন গুন টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয় পাহাড়ে আসা পর্যটকদের। যেটা তাদের অনেক সময় নাগালের বাইরে চলে যায়। সব মিলিয়ে পাহাড়ে আসবার ইচ্ছে অনেকটাই হারিয়ে পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *