উত্তরাখণ্ডের চামোলিতে সুড়ঙ্গে দু’টি ট্রেনের এক ভয়াবহ সংঘর্ষ, আহত হল অন্তত ৮৮ শ্রমিক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুড়ঙ্গের মধ্যে দু’টি লোকো ট্রেনের সংঘর্ষে আহত হলেন অন্তত ৮৮ জন শ্রমিক ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৷ রাত ন’টা নাগাদ বিষ্ণুগাদ-পিপালকোটি হাইড্রো ইলেক্ট্রিক প্রোজেক্টের সুড়ঙ্গে বোরিং মেশিন চালিয়ে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল ৷ শিফট চেঞ্জের সময় একটি খালি ট্রেন সুড়ঙ্গের বাইরে যাচ্ছিল ৷ আরেকটি ট্রেন শ্রমিকদের নিয়ে সুড়ঙ্গের ভিতরে আসছিল ৷ এই সময় দু’টি ট্রেনের সংঘর্ষ হয় ৷ প্রোজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আহত শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের ককরে গোপেশ্বরের স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানে তাঁরা চিকিৎসাধীন ৷ চামোলির জেলাশাসক গৌরব কুমার জানান, দুর্ঘটনার সময় ট্রেনে সব মিলিয়ে ১০৯ জন লোক ছিল ৷ তাঁদের বেশিরভাগই শ্রমিক ৷ ট্রেনটি ঘটনাস্থল থেকে বের করে আনা হয়েছে বলে ৷ আহতরা সকলেই স্থিতিশীল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *