উত্তর বঙ্গের শিল্পী অর্ক দাস, প্রস্থেটিক এই শিল্পীর কদর মূলত এখন সারা বিশ্বজুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : গায়ে কাঁটা দেওয়া ভূতের সিনেমা হোক কিংবা নায়িকার মুখে অ্যাসিডের দগদগে ঘা কিংবা মারকাটারি ফাইট সিনে গা শিউরে দেওয়া রক্তাক্ত ক্ষত, যাঁরা ভাবেন এসব ক্যামেরার কারসাজি তাঁরা আসল ব্যাপারটা ধরতে পারেননি। এসবই হল প্রস্থেটিক নামের এক বিশেষ ধরনের মেকআপ । হলিউড–বলিউডে এমন জিনিস আকছার হলেও বাংলা সিনেমা বা থিয়েটার জগতে জাদরেল প্রস্থেটিক মেকআপ শিল্পীর অভাব খুবই। খোদ কলকাতার বুকে যখন প্রস্থেটিক শিল্পীর আকাল তখন উত্তরের মাটিতে তিলে তিলে নিজের পরিচিতি বাড়াচ্ছেন শিল্পী অর্ক দাস। বিজ্ঞাপন, টিভি সিরিয়ালেও প্রস্থেটিক শিল্পী হিসেবে পা জমাচ্ছেন অর্ক। তাঁর সর্বশেষ প্রস্থেটিক প্রোজেক্ট ‘শ্যামসুন্দরী’ ইতিমধ্যেই ঝড় তুলছে সমাজমাধ্যমে। জলজ্যান্ত মানুষের ওপর পাথরের কালীমূর্তি ফুটিয়ে তুলে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন বছর পঁচিশের তরুণ।

এটা অবশ্য প্রথমবার নয়। বছর দুই আগে অর্কর হাতে গড়া বোল্লাকালীর প্রস্থেটিক মেকআপ এভাবেই সাড়া ফেলেছিল নেটিজেন মহলে। এবারে অর্কর প্রোজেক্ট ছিল কলকাতার শ্যামসুন্দরী বিগ্রহ। প্রায় ছয় মাসের হোমওয়ার্ক, সাজ, গয়না, শিল্পী জোগাড়ের পর ছিল ফাইনাল ওয়ার্কশপও । শেষপর্যন্ত টানা সাত ঘণ্টার পরিশ্রমে মানুষের শরীরকে হুবহু পাথরের প্রতিমায় বদলে দিয়েছেন শিল্পী। একাজে দেবীর অবয়ব হয়েছেন ধূপগুড়ির গাদং এলাকার এক গৃহবধূ প্রিয়া দত্ত। সাজ ও শুট মিলে প্রায় নয় ঘণ্টা চোখ বন্ধ করে রাখার কঠিন চ্যালেঞ্জ নিতে হয়েছে তাঁকে। এনিয়ে প্রিয়ার বক্তব্য, ‘আমাকে বলা হয়েছিল সজাগভাবে জেগে থাকতে হবে অথচ চোখ থাকবে ঘুমের মতো বোজা। দু’মাস ধরে এটাই প্র্যাকটিস করেছি।’

অর্কর কথায় মানুষের শরীরে পাথরের প্রতিমার আদল এবং আলোছায়া ফুটিয়ে তোলাটা যত কঠিন ছিল তার সমান চ্যালেঞ্জ ছিল মূর্তির নকল চোখ তৈরি করা। এত পরিশ্রমের থেকে প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে অর্কর মুখে স্বপ্নের কথা। তিনি বলেন, ‘উত্তরবঙ্গে বিশেষ করে তরাই ডুয়ার্সে বাংলা হিন্দি সহ নানা ভাষার সিরিজ সিনেমার শুটিং হচ্ছে অহরহ। সে কাজে মেকআপ আর্টিস্ট নিয়ে আসতে হচ্ছে। ধীরে ধীরে উত্তরের ছেলেমেয়েরা যদি একাজে পটু হয় তাহলে বিশাল কাজের সুযোগ হবে।’

কলেজ লাইফের শুরু থেকেই মেকআপ শিল্পী হওয়ার হাতেখড়ি অর্কর। পরবরতীতে কলকাতা এবং মুম্বই থেকে প্রশিক্ষণ এবং পেশাদারভাবেই এ কাজে নেমে পড়া। ২০১৯ সালের টলিউডে রিলিজ ‘ভিঞ্চিদা’ সিনেমাটা যাঁরা দেখেছেন তাদের কাছে প্রস্থেটিক মেকআপ ব্যাপারটা মোটামুটি পরিষ্কার। যাঁরা দেখেননি তাঁদের জন্যে বলা যায় প্রস্থেটিক বা এফএস প্রস্থেসিস হল কৃত্রিম মেকআপ। মোদ্দা কথায় সিনেমায় আমরা যে আমূল বদলে ফেলা মেকআপ দেখি তা সবই প্রস্থেটিকের কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *