ভারতীয় দূতাবাস সীমান্তে না যাওয়ার পরামর্শ দিল ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইউক্রেন পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে ৷ এই অবস্থায় বিদেশমন্ত্রক সে দেশে আটকে পড়া ভারতীয়দের, ইউক্রেনের সীমান্তগুলির দিকে যেতে নিষেধ করল দূতাবাসের সঙ্গে আগাম আলোচনা ছাড়া৷ এই মর্মে শনিবার ভারত সরকারের তরফে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে , ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন প্রতিবেশী দেশ সংলগ্ন ইউক্রেন সীমান্তের চেকপোস্টগুলিতে৷ ভারতীয় দূতাবাস উদ্ধারকার্যের বিষয়ে আলোচনা চালাচ্ছে প্রতিবেশী দেশগুলির দূতাবাস আধিকারীকদের সঙ্গে৷

জারি করা ওই নির্দেশিকায় এও বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিম প্রান্তের শহরগুলিতে যাঁরা আছেন তাঁরা তুলনামূলক ভাবে নিরাপদ অবস্থানে আছেন৷ জল, খাদ্যের যোগানও রয়েছে সেখানে৷ যাঁরা পূর্ব প্রান্তে রয়েছেন এবং সীমান্তে আসতে চাইছেন তাঁদের অনুরোধ করা হয়েছে তাঁরা যেন নিজেদের বর্তমান জায়গা ছেড়ে না নড়েন পরবর্তী নির্দেশ ছাড়া ৷ ঘরের ঘিতরে, নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস ৷ নির্দেশিকায় বলা হয়েছে, “শান্ত থাকুন, ভয় পাবেন না ৷ সতর্ক থাকুন ৷ চারপাশে কী ঘটছে সে বিষয়ে সজাগ থাকুন ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *