উল্টোরথ তাই চলছে জিলাপি এবং পাপড় ভাজা
শিলিগুড়ি : উল্টোরথ , তাই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় চলছে জিলাপি এবং পাঁপড় ভাজা শিলিগুড়ির বিধান মার্কেট এবং হায়দার পাড়ায় এদিন দুপুর থেকেই ভিড় হয়ে গেছে আজ প্রভু জগন্নাথ দেবের তার মাসির বাড়ি থেকে ফিরে আসার দিন। রথের দিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় আজ থেকে কুড়ি বছর আগে যে উন্মাদনা দেখতে পাওয়া যেত আজ এত বছর পরেও তার ব্যতিক্রম নয়। ৮ থেকে ৮০ সব ধরনের মানুষই রথের মজা উপভোগ করে থাকেন।
শিলিগুড়ি তিন চারটি জায়গায় বেশ বড় করে মেলা বসে। আর মানুষের ভিড়ও হয় ভয়ানক। শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় গত তিনদিন ধরে চলছে উল্টো রথের প্রস্তুতি। রতাশা মানেই দুর্গাপুজোর সূচনা আজ শিলিগুড়িতে উপলক্ষে জেলা সভাপতি পাপিয়া ঘোষ শিলিগুড়ি বাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি জানিয়েছেন রথ যাত্রা সৌভাগ্যের প্রতীক। রথের দড়ি টানাকে পুণ্যের কাজ বলে মনে করেন সবাই তাই আজকে উল্টো রথের দিন উপচে পড়া ভিড় আশঙ্কা করছেন রথের মেলায় জিনিস বিক্রি করতে আসা ব্যবসায়ীরা।
x