এক অভিনব উদ্যোগ, ইউকো ব্যাংক এর সহায়তায় এবং শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় আয়োজন করা হল রক্ত দান শিবির এবং বৃক্ষরোপন কর্মসূচির
শিলিগুড়ি : ইউকো ব্যাংক এর সহায়তায় এবং শিলিগুড়ি পৌরনিগমের ব্যবস্থাপনায় একটি রক্ত দান শিবির এবং বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হল। এদিন এক কালীন বিশেষ আর্থিক সহায়তাও প্রদান করা হয় শিলিগুড়ি পৌর নিগম ফুটবল একাডেমীকেও।পৌরনিগমের মূল ভবন প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র এদিন নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গোটা ব্যাপারটিকে নিয়ে পর্যালোচনা করেন।

মেয়রের সাথে সাথে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং এমএমআইসিরা। মেয়র এদিন জানান বাচ্চাদের জন্য খেলা একটা আলাদা ব্যাপার। আমার কাছে ওদের গোটা ব্যাপারটাই প্রচন্ড গুরুত্বপূর্ণ। ওদের সব ইচ্ছে এবং আশা পূর্ণ হোক। এটা আশা রাখি। এদিন মেয়র এমনকি নিজেও বৃক্ষরোপণ করেন। তার সাথে বৃক্ষরোপণের কাজে হাত লাগান শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং অফিসাররাও। মেয়র এদিন আরও জানান শিলিগুড়ি পৌরসভা ফুটবল নিয়ে অনেক অনেক দূর চিন্তা করছে। এর মধ্যে বাচ্চাদের নিয়ে ফুটবল সত্যি সত্যি জনপ্রিয় হয়ে উঠেছে , আমরা আলাদা করে কোচিং ক্যাম্প করে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছি। ফুটবল এবং গাছ মানব জীবনে অপরিহার্য। আমাদের দরকার এই দুইয়েরই তাই আজ এই বিশেষ উদ্যোগ নেওয়া হল। ধন্যবাদ ইউকো ব্যাংক এবং তার সহযোগীদের তাদের সহায়তায় আমরা এতদূর আসতে পারলাম। এদিন তিনি এও বলেন ক্ষুদে দের সাথে ফুটবল খেলার আনন্দ একেবারেই আলাদা। তাই ওদের সাহায্য করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।