অবশেষে CBI কর্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে অব্যাহতি চাইলেন এ রাজ্যের প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে তদন্ত থেকে অব্যাহতি চাইলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের এক সদস্য। তদন্তকারী অফিসার ধরমবীর সিং স্বেচ্ছায় অবসরের আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে । সিবিআইয়ের তরফে আদালতে এও জানানো হয়েছে যে, যেহেতু আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিট গঠন করা হয়েছে, তাই ধরমবীর সিংয়ের অব্যাহতির আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না আদালতের অনুমতি ছাড়া। বিচারপতি গঙ্গোপাধ্যায়ও ধরমবীরের আবেদন দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সিবিআইয়ের সিটে কয়েক জন বাঙালি অফিসার রাখার ভাবনার কথাও জানিয়েছেন বিচারপতি।

উক্কেখ্য ,প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এই নির্দেশ দিয়েছিলেন মূলত সিবিআইয়ের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সুপারিশ মেনে । উপেন জানিয়েছিলেন, এই সিটের সব সদস্য শুধু এই মামলারই তদন্ত করবেন। তাঁরা অন্য কোনও মামলায় ব্যস্ত হতে পারবেন না। আদালতের নজরদারিতে তদন্ত করা প্রয়োজন। তার পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের দুই মামলার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *