এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল ফুলবাড়ীর এক ব্যবসায়ীর বাড়িতে
শিলিগুড়ি : এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল ফুলবাড়ীর এক ব্যবসায়ীর বাড়িতে। চোর নিয়ে গেল সোনা গয়না এবং লক্ষাধিক টাকা। ঘটনার পরে একেবারেই ভেঙে পড়েছেন ওই বাড়ির লোকেরা। ঘটনার দিন রাতে তারা বাজার করতে বেরিয়েছিলেন, ফিরে এসে দেখেন এই ঘটনা। চোর কি আগের থেকেই জানতো ? তারা জানান তাদের সামনে দুটো বিয়ে , একেবারে নিকট আত্মীয়, সেই কারণেই তারা সবকিছু জমা করে ঘরে রেখেছিলেন। বুজতে পারেননি এই ধরনের ঘটনা ঘটে যাবে। তারা এও জানান চোর হয়তো আগের থেকেই জানতো সবকিছু। তাই সহজে এই ঘটনা ঘটাতে পেরেছে।
