এক বিরাট আন্তর্জাতিক প্রতারণা চক্র চলছিল কলকাতায় বসেই , অবশেষে পর্দাফাঁস করলো লালবাজার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : ভুয়ো কল সেন্টার খুলে চলছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র ৷ কলকাতায় বসেই প্রতারণার জালে ফাঁসানো হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের৷ হাতানো হচ্ছিল কোটি কোটি টাকা৷ এমনই অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ৷ আর সেই তদন্তেই মিলল সাফল্য৷ গ্রেফতার হল এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত দশজন প্রতারক ৷ গভীর রাতে কলকাতার দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ওই দশজনকে গ্রেফতার করে পুলিশ৷ এই চক্রের মূল পান্ডা জাভেদ খান৷ ধৃতদের মধ্যে তিনিও রয়েছেন৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, ‘‘গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ৷’’

কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মহানগরের বিভিন্ন আবাসনে অফিস খোলা হয়েছিল৷ বাইরে থেকে তা ছিল কল সেন্টার৷ কিন্তু ভিতরে চলত প্রতারণা চক্র৷ টার্গেট করা হতো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের৷ তাঁদের ফোন করা হতো৷ পরিচয় হিসেবে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার নাম বলা হতো৷ কখনও প্রযুক্তিগত সাহায্যের কথা বলে, আবার কখনও টাকা ফেরতের আশ্বাস দিয়ে প্রতারণার জাল বিস্তার করা হতো৷ সংশ্লিষ্ট মার্কিন নাগরিকদের থেকে নেওয়া হতো টাকাও৷ এভাবে অনেককে প্রতারণার জালে ফাঁসানো হয়৷ হাতিয়ে নেওয়া হয় কয়েক কোটি টাকা৷ শেষপর্যন্ত প্রতারিতদের কয়েকজন যোগাযোগ করেন কলকাতা পুলিশের সঙ্গে৷ দায়ের হয় অভিযোগ৷ তার পরই তদন্তে নামে পুলিশ৷ অবশেষে সাফল্য মিলল এদিনের রাতে সেই তদন্তে ৷