এক মাস পূর্ণ হল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার, ভূ-স্বর্গে পা রাখলো তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল
বেস্ট কলকাতা নিউজ : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার একমাস পূর্ণ হল বৃহস্পতিবার ৷ এদিনই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ দু’দিনের এই সফরে প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েন, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ৷ তাঁরা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেন ৷
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরপরাধ ২৬ জনের মৃত্যু হয়েছে ৷ এর জবাবে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা ৷ ভারত-পাক সংঘাতের আবহে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর গ্রামগুলিতে মর্টার শেল, ভারী অস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে পাকিস্তান ৷ এই হানায় সাধারণ নাগরিকরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন ৷ তাঁদের ঘরবাড়ি তছনছ হয়ে গিয়েছে ৷

ওই ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের অবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল পৌঁছয় জম্মু-কাশ্মীরে ৷ এদিনই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ৷ এরপর আজ সকালে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “আমরা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি ৷ পাকিস্তানের গোলাগুলিতে পুঞ্চ ও রাজৌরিতে সব সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ এটা গভীর বেদনার বিষয় ৷ তাঁদের সহানুভূতি, ভালোবাসা জানাতে এবং তাঁদের সংগ্রামকে কুর্নিশ জানাতে এখানে এসেছি ৷ পাক হামলায় প্রায় ২৬ জন নিহত হয়েছেন ৷ একটি পরিবারে ভাই ও বোন নিহত হয়েছেন ৷ আজ আমরা পুঞ্চে যাব, কাল রাজৌরি যাব ৷” প্রবীণ নেতা মানস ভুঁইয়া আরও বলেন, “যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় মুখ্যমন্ত্রীর কাজের যে অধিকার, সে বিষয়ে সবার পর্যালোচনা করা উচিত ৷ আমরা আমাদের সার্বিক সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা তাঁদের প্রতি নিবেদন করব ৷ এই জন্যই আমরা এই প্রতিনিধি দল এখানে এসেছি ৷”