একই ট্র্যাকে ঢুকে পড়ল বন্দে ভারত ও বর্ধমানের লোকাল ট্রেন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পরপর ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশ জুড়ে। চলতি বছরেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া থেকে মুম্বইগামী এক্সপ্রেস ট্রেন। আর তারপরই গত বুধবার রাঙাপানিতে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ি। এই সব ঘটনায় রেলের বিরুদ্ধে উঠেছে প্রশ্ন। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে হুগলির রেললাইনের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, একই লাইনে চলে এসেছে দুটি ট্রেন।

বর্ধমান কর্ড শাখা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এটি শিবাইন্ডী স্টেশনের কাছে তোলা একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, একই লাইনে একটি লোকাল ট্রেন ও একটি বন্দে ভারত। প্লাটফর্মে দাঁড়িয়ে সেই সব ছবি তুলছেন যাত্রীরা। পরপর দুর্ঘটনার মাঝে এমন ভিডিয়ো চাঞ্চল্য তৈরি করেছে যাত্রীদের মধ্যে।

জানা গিয়েছে, হাওড়া ছেড়ে এনজেপি যাওয়ার সময় বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে পড়ে শিবাইচন্ডী স্টেশনে ঢোকার মুখে হোম সিগন্যালে। একই লাইনে চেরাগ্রামে ঢোকার আগে একটি লোকাল ট্রেনও ওই সময় হোম সিগন্যালে দাঁড়িয়ে ছিল বলে সূত্রের খবর। হাওড়া থেকে কামারকুন্ডু হয়ে বর্ধমান যাচ্ছিল লোকাল ট্রেনটি। এরপর বন্দে ভারত ট্রেনটিকে শিবাইচন্ডী স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে লোকাল ট্রেন ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত গন্তব্যের দিকে রওনা হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও রেলের দাবি, এই ঘটনা স্বাভাবিক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, অটোমেটিক সিগন্যাল জোনে এগুলো হয়ে থাকে। তাদের কাছেও এই একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার খবর যায় প্রায়ই। এটা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয় বলেই মন্তব্য করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *