একই পরিবারের নামে ভোটার কার্ড রয়েছে ভারত ও বাংলাদেশে! ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোবরডাঙায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার পালা বাংলার ৷ ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত নির্বাচন কমিশনও ৷ সম্প্রতি উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জে খোঁজ মিলেছিল এক বাংলাদেশী ভোটারের । ওপার বাংলার নাগরিক হওয়া সত্ত্বেও যার নাম ছিল ভারত-বাংলাদেশ, দুই দেশের ভোটার তালিকায় । সেই নিয়ে জল্পনার মধ্যেই এবার গোবরডাঙা থানার অন্তর্গত বেড়গুম-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সামনে এল এক চিকিৎসক পরিবারের কীর্তি !

চিকিৎসকের গোটা পরিবারের নাম রয়েছে ভারত-বাংলাদেশ দু’দেশের ভোটার তালিকায় । শুধু ভোটার তালিকায় নাম নয়, তাঁদের কাছে রয়েছে ভোটার এবং আধার কার্ডও । ভোট আর এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোবরডাঙার পায়রাগাছি এলাকায় । যদিও এই নিয়ে পরিবারের প্রধান কর্তা তারকনাথ ঢালীর দাবি, বহু বছর আগেই তাঁরা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন । এখন আর বাংলাদেশে কোনও যোগাযোগ নেই তাঁদের । সেখানে ভোটার তালিকায় নাম থাকলে কেন বাদ যায়নি, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি । পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখার কাজ শুরু করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *