একই পরিবারের ৩ জনের আত্মহত্যার চেষ্টা, অবশেষে মৃত হল ২ জনের
বেস্ট কলকাতা নিউজ : বাজারে বেড়েই চলছিল ঋণের পরিমাণ। বাড়ি বিক্রি করে উঠেছিলেন ভাড়াবাড়িতে! কিন্তু, তারপরও মেটেনি ঋণ। অবশেষে সেই দেনার দায়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন একই পরিবারের ৩ জন। তার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। নিউটাউন সংলগ্ন নারায়ণপুর থানার দেবীপার্ক এলাকার এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, আর জি কর হাসপাতালে ভর্তি রয়েছেন সঞ্জয় দে। মারা গিয়েছেন তাঁর স্ত্রী মহুয়া দে (৪২) এবং সঞ্জয়বাবুর শাশুড়ি শিপ্রা রক্ষিত (৭০)। প্রাথমিক তদন্তে পুলিস আর্থিক সমস্যা ও দেনার কথাই জানতে পেরেছে। পুলিসের দাবি, সঞ্জয় সুস্থ হয়ে উঠলে আত্মহত্যার কারণ আরও স্পষ্ট হবে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়বাবু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শেয়ার বাজারের কাজ করতেন। আগে নারায়ণপুরে তাঁদের নিজস্ব বাড়ি ছিল। সেখানে তাঁর বাবা-মাও থাকতেন। কিন্তু, আর্থিক সমস্যার জেরে সঞ্জয়বাবু ওই বাড়িটি বিক্রি করে দেন। বয়স্ক বাবা-মাকে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। দেবীপার্কে ছ’মাস আগে তিনি একটি বাড়ি ভাড়া নেন। সেখানে সঞ্জয়বাবু, তাঁর স্ত্রী এবং শাশুড়ি একসঙ্গে থাকতেন। তাঁদের কোনও সন্তান নেই। সঞ্জয়বাবু তাঁর স্ত্রী ও শাশুড়ি সকলেই অসুস্থ ছিলেন। চিকিৎসার খরচও জোগাড় করতে পারছিলেন না। এমনকী, যে বাড়িতে উঠেছিলেন সেখানে ভাড়া দেওয়ার মতো টাকাও ফুরিয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন ধরেই তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন।